স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। তিনি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং (সিআইবি) পোর্টফোলিওর জন্য সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এনামুল হকের। এইচএসবিসি ও কেপিএমজির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি ২০০১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি লোকাল করপোরেটস, কমোডিটি ট্রেডার্স, এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইত্যাদি ক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রতিক সময়ে এনামুল হক করপোরেট ক্লায়েন্ট কভারেজে নেতৃত্ব দিয়েছেন দক্ষতার সঙ্গে। এর আগে তিনি সামগ্রিক করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেগমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরিবর্তনশীল অর্থনৈতিক পরিবেশে কম ক্ষতির হার বজায় রেখে ব্যাংকের রেকর্ড সাফল্য অর্জনে এনাম উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, এনামকে চিফ রিস্ক অফিসার হিসেবে স্বাগত জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ক্লায়েন্ট কাভারেজে দীর্ঘ অভিজ্ঞতা তাকে ক্লায়েন্টভিত্তিক ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে বিশেষভাবে দক্ষ করে তুলেছে, যা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তার এই নিয়োগ আমাদের অভ্যন্তরীণ প্রতিভাকে মূল্যায়ন এবং গ্রাহক ও সমাজের বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এনামুল হক মনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কার্যক্রমে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বাংলাদেশের আর্থিক খাতের অগ্রগতিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। প্রকল্প ও রপ্তানি অর্থায়ন, এমঅ্যান্ডএ এডভাইজরি, ডেট ক্যাপিটাল মার্কেট, লোনস অ্যান্ড সিন্ডিকেশন, ইসলামিক ব্যাংকিং এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট খাতে যুগান্তকারী ও প্রথমবারের মতো অনেক উদ্যোগ গ্রহণ ও পরিচালনায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।