কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পৃথিবীতে যারা শাসন করেছে, চির অম্লান হয়েছে এবং বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকে আগে নিজেকে পরিবর্তন করেছে। আইন হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয়গুলোর মধ্যে অন্যতম। পৃথিবীতে যারা খ্যাতনামা হয়েছেন বেশিরভাগই আইনের শিক্ষার্থী। ভালো কিছু করার দারুণ সুযোগ রয়েছে আইনের শিক্ষার্থীদের।
শনিবার (১০ মে) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ইবির আইন অনুষদ থানা শাখা কর্তৃক আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা বাড়াতে লক্ষ্য সর্বোচ্চ, একাডেমিক ডিটারমেন্ট, পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, পরিবর্তন করেছে তাদের কোনো আগামীকাল নেই। বর্তমানকে কাজে লাগিয়েছে। ফাঁকি দেয়া যাবে না। এই কাজটা আগামীকাল করবো, অমুকের সাথে আগামীকাল দেখা করবো, তমুক কাজটা আগামীকাল শেষ করবো এমন মাইন সেট করা যাবে না।
তিনি আরো বলেন, আমি শিক্ষার্থী থাকাকালীন পড়াশোনা না করে একটি দিনও নষ্ট করিনি। এমনকি জেলে থাকা অবস্থায় পড়াশোনা করেও আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আপনারাও পারবেন ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন এবং হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মো. সালাউদ্দিন ভুঁইয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান সহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/সাকিব/এসএম