নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাখাইন রাজ্যসহ পুরো মায়ানমারে এখন চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। আরকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে অমানবিক আচরণ করছে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গাকে ঘরছাড়া করেছে। বর্তমানে রাখাইন রাজ্যে কোনো কার্যকর কর্তৃপক্ষ নেই। এই নাজুক পরিস্থিতিতে মানবিক করিডোর স্থাপন করা হলে পুরো এলাকা আরও অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার গণশক্তি সভা কর্তৃক আয়োজিত “মানবিক করিডোর: সমস্যা বা সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনাব মান্না আরও বলেন, তাড়াহুড়ো করে করিডোর দেওয়া উচিত হবে না। মানবিক করিডোর সমস্যার স্থায়ী সমাধান নয়। সরকারের উচিত হবে এই স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডঃ মোঃ হেলাল উদ্দিন বলেন, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত নেওয়া অন্যায়। তিনি সরকারের প্রতি অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
কর্নেল হাসিনুর রহমান (অব.) বীর প্রতীক বলেন, আরাকান আর্মি একটি অমানবিক ও বর্বর বাহিনী এবং তাদেরকে বিশ্বাস করা মারাত্মক ভুল হবে। যারা মানবিক করিডোরের কথা বলছেন, তাদের রাখাইন, আরকান আর্মি ও রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা নেই।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।
সভাপতির বক্তব্যে আইয়ুব ভুঁইয়া বলেন, এই অঞ্চলকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সকল গুরুত্বপূর্ণ পক্ষের সাথে আলোচনা না করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট আকবর হোসেন, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, এডভোকেট শেখ ওমর, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো: হুমায়ুন কবির, বিশিষ্ট লেখক ও গবেষক ইমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, অধ্যাপক মেহেদী হাসান, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ভাসানী ম্যাপের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী রুহুল আমিন প্রমুখ।