২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ধরনের অনিশ্চয়তা ও অস্পষ্টতা বিদ্যমান, যার কেন্দ্রে রয়েছে কিছু মৌলিক প্রশ্ন—যেগুলোর উত্তর না পাওয়া মানে জাতির সামনে একটি অন্ধকার পথ খোলা রাখা। জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের গণতন্ত্র, এবং কে বা কারা এখন প্রকৃত ক্ষমতার মালিক?
গণআন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক পর্বের অবসান ঘটলেও, নীতিনির্ধারকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি জনগণের মধ্যে এক ধরনের অবিশ্বাস ও হতাশার জন্ম দিয়েছে। বিশেষ করে সেনাপ্রধান এবং সংশ্লিষ্ট সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে যেভাবে নীরবতা বজায় রাখা হয়েছে, তা শুধু দুঃখজনক নয়, বরং তা রাষ্ট্রব্যবস্থার ওপর আস্থা হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
শেখ হাসিনার ‘সেফ এক্সিট’ ইস্যু, কিছু রাজনৈতিক নেতার দেশত্যাগে সেনা ক্যান্টনমেন্টের সম্ভাব্য সংশ্লিষ্টতা, এবং পরবর্তীতে ভারতের সঙ্গে কৃত্রিম উত্তেজনা তৈরি—সব মিলিয়ে মনে হচ্ছে, একটি অদৃশ্য ও অগোচর ক্ষমতাকাঠামো বাংলাদেশকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যেতে চায়, যেখানে গণতন্ত্রের চেয়ে “নিয়ন্ত্রিত স্থিতিশীলতা”কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো, জাতির সামনে এই গোপন অধ্যায়গুলোর সত্য প্রকাশ করা। সত্যকে প্রকাশ্যে না আনলে ইতিহাসে যেমন বিভ্রান্তি তৈরি হয়, তেমনি জনগণের আস্থাও স্থায়ীভাবে ক্ষুণ্ন হয়। ড. ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নীরবতা বা ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যেখানে তিনিই বহুবার গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন, সেখানে এই সন্ধিক্ষণে তার সক্রিয়তার অভাব বিস্ময়ের উদ্রেক করে।
নির্বাচন প্রশ্নে কিংবা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের যে অনীহা বা নিরবতা দেখা যাচ্ছে, তা কেবলমাত্র রাজনৈতিক সংকট নয়—এটি একটি রাষ্ট্রীয় নৈতিকতার সংকটও। জনগণ এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে প্রশ্ন করা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রদ্রোহের সমান; অথচ প্রশ্নের উত্তর না পেলে রাষ্ট্রের ভবিষ্যৎই অনিশ্চিত।
সুতরাং, এখন সময় এসেছে একটি নিরপেক্ষ, শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তদন্ত কমিশন গঠনের—যা সেনাপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কিত যাবতীয় গোপন অধ্যায় জনসমক্ষে প্রকাশ করবে। একইসাথে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীন অভিমত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
এই জাতি অনেক কিছু সহ্য করেছে, এখন সে প্রশ্ন করছে। প্রশ্নের উত্তর না দিলে ইতিহাস নিজেই একদিন তার বিচার করবে। তবে এখানে প্রশ্নের পর প্রশ্ন করলেই চলবে না—দাবি করতে হবে জোর গলায়। তাই আজ সময় এসেছে কিছু সুনির্দিষ্ট প্রত্যাশা ও জবাবদিহির মুখোমুখি করার।
প্রথমত, সেনাপ্রধান ও সংশ্লিষ্ট সামরিক নেতৃত্বের গোপন তৎপরতা আদৌ কি তাদের সাংবিধানিক দায়িত্বের পরিসরের মধ্যে পড়ে? যদি পড়ে না থাকে, তবে এই বিষয়ে স্পষ্ট তদন্ত হওয়া প্রয়োজন—স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যা কেবল সামরিক নয়, বেসামরিক পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে রাষ্ট্রপতির ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। সংবিধান অনুযায়ী তিনিই সামরিক বাহিনীর প্রধান, তাহলে এই “গোপন রাষ্ট্রচালনা”র দায়ভার থেকে কি তিনি মুক্ত? তার কাছ থেকে কি কোনো জবাবদিহি আশা করতে পারি?
দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর নিরবতা কী নির্দেশ করে? এটি কি ক্ষমতা ফিরে পাওয়ার কৌশলগত প্রতিযোগিতা, না তারা আদৌ জানে না কীভাবে জনগণের পক্ষ নিতে হয়? একথা ভুলে গেলে চলবে না, রাজনীতি যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে তা দখল হয়ে যায় অদৃশ্য শক্তির হাতে। আজ জনগণ এই রাজনৈতিক নেতাদের কাছে জবাব চায়—তাদের ভূমিকা কি ছিলো, কোথায় তারা দাঁড়িয়ে আছেন?
তৃতীয়ত, জনগণের কী কিছুই বলার নেই? এই রাষ্ট্র তো তাদেরই; এই ভূখণ্ড, এই সংবিধান, এই পতাকা—সবই জনগণের। তাহলে কেন তারা শুধুই দর্শক হয়ে থাকবে? আমাদের দাবি করতে হবে—স্বাধীন বিচারব্যবস্থা, সেনাবাহিনীর সাংবিধানিক অবস্থান পুনর্ব্যাখ্যা, রাজনৈতিক দলের জবাবদিহিতা এবং রাষ্ট্রপতির স্পষ্ট অবস্থান।
আমাদের দাবি স্পষ্ট:
১. একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত স্বাধীন তদন্ত কমিশন গঠন হোক—যা সেনা নেতৃত্ব, শেখ হাসিনার সেফ এক্সিট, ভারতের ভূমিকা ও রাজনৈতিক দলের নিরবতা বিষয়গুলো পর্যালোচনা করবে।
২. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও পুনঃগঠন।
৩. রাষ্ট্রপতির একটি প্রকাশ্য বিবৃতি, যাতে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন—গণতান্ত্রিক মূল্যবোধে তিনি দাঁড়ান, না নীরব প্রত্যক্ষদর্শী হিসেবে থাকবেন।
৪. রাজনৈতিক দলগুলোর যৌথ সংবাদ সম্মেলন ও অবস্থান স্পষ্ট করা।
৫. জনগণের সক্রিয় অংশগ্রহণ—শান্তিপূর্ণভাবে, কিন্তু দৃঢ়তার সাথে—জনসভা, গণশুনানি, এবং তথ্যের দাবিতে সোচ্চার হতে হবে।
শেষ কথা, ইতিহাস অপেক্ষা করে না। যারা আজ নীরব থাকবেন, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবেন। আর যারা আজ প্রশ্ন করছেন, তারা আগামীর ভিত্তি নির্মাণ করছেন।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন