সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১০টি কোম্পানির। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর পতন হয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৮ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৬ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ। আর ২ দশমিক ৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, জাহিনটেক্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।
এসএম