ক্যাটাগরি: পুঁজিবাজার

রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিনিয়োগকারীদের কাফন মিছিল আজ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার (৮ মে) কাফন মিছিল করবেন সাধারাণ বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ঘোষণা অনুযায়ী ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনে বিনিয়োগকারীদের কাফন মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে, বিসিএমআইএ’র প্রেসিডেন্ট এসএম ইকবাল হোসেন আগামী সপ্তাহে ‘কাফন মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিত কারণে তা পরিবর্তন করে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন।

বিসিএমআইএ’র ঘোষণা পত্রে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আগামী সপ্তাহে আমাদের কাফন মিছিল টা হওয়ার কথা ছিল। কিন্তু বাজার চরম পতন হওয়ায় এবং খন্দকার রাশেদ মাকসুদ দেশের বাহিরে প্রশিক্ষণে অংশ গ্রহণরত অবস্থায় সরকার জরুরী ভাবে তলব করে আগামী ১১ই মে যমুনায় অনুষ্ঠিতব্য পুঁজি বাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভাতে ডাকায় বিনিয়োগকারীদের হৃদয়ে রক্ত আরও বেড়ে যায়। এই অনাকাঙ্খিত পরিস্থিতে বিসিএমআইএ’র সভপতি কর্তৃক পূর্ব ঘোষিত কাফন মিছিলের তারিখ ৮ মে বৃহস্পতিবার দুপুর ২টায় পুনঃনির্ধান করা হয়। উল্লেখিত স্থানে থেকে কাফন মিছিলটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন ফোটাল এবং স্যোসাল মিডিয়াসহ সকল মিডিয়ায় প্রচার করার জন্য বিনীত আবেদন।

কাফন মিছিলে স্বতঃপূর্ত ভাবে সকল বিনিয়োকারী ও অংশীজনের অংশ গ্রহনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করে বিসিএমআইএ।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার