চট্টগ্রামে র্যাবের এক সিনিয়র সহকারী পরিচালক নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। নিহত কর্মকর্তার নাম পলাশ সাহা। তিনি ৩৭তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।
বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় অবস্থিত র্যাব ক্যাম্পে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা কিংবা স্ত্রী কেউ দায়ী নন, দায়ী আমি নিজেই। কাউকে সুখ দিতে পারিনি। স্ত্রী যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাই নেবে, তারা যেন মাকে দেখাশোনা করে। স্বর্ণ বাদে যা কিছু আছে, সব মায়ের জন্য। দিদি যেন সবকিছু সমন্বয় করে।”
চান্দগাঁও র্যাব ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, পারিবারিক কিছু সমস্যা নিয়ে পলাশ সাহা মানসিক চাপে ছিলেন। সকাল ১১টার পর ক্যাম্পের অন্যান্য সদস্যরা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় তিনি নিজের কক্ষে গিয়ে নিজ অস্ত্র দিয়ে গুলি করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন জানান, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ সাহাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, পলাশ সাহা বহদ্দারহাট ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। অভিযানের প্রস্তুতির সময় তিনি অস্ত্র গ্রহণ করে নিজের কক্ষে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সহকর্মীরা তার কক্ষে ঢুকে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে তার সরকারি পিস্তল এবং একটি সুইসাইড নোট পাওয়া যায়।
পলাশ সাহা গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন এবং এর আগে তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।