সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৮৫ কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে দর অপরিবর্তিত রয়েছে আরও ৫ কোম্পানির। ফলে এদিন ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ মে) ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৫টির, কমেছে ৩৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।
এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আর ৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার্ক লিমিটেড।
এসএম