ক্যাটাগরি: আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা: আসছে তীব্র গরমের ঢেউ

বৈশাখের শেষ প্রান্তে পৌঁছে আবহাওয়া ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এরই মাঝে দেশের মানুষকে সতর্ক করে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৭ মে) সকালে প্রকাশিত নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শিগগিরই মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রাতেও সামান্য বৃদ্ধি লক্ষ করা যেতে পারে। এ অবস্থায় দেশের কিছু কিছু অঞ্চলে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, প্রাথমিকভাবে রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে এ তাপপ্রবাহ শুরু হয়ে ধীরে ধীরে দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখযোগ্য যে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন:-
শেয়ার