ক্যাটাগরি: রাজনীতি

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বলে লন্ডন ছাড়লেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (০৫ মে) হিথ্রো বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তাঁর বড় ছেলে তারেক রহমান এবং তাঁদের স্বজন ও দলের নেতারা। এ সময় বিদায় নিতে গিয়ে সবার উদ্দেশে প্রিয় পুত্র তারেক রহমানের দিকে খেয়াল রাখার জন্য বলেন বেগম খালেদা জিয়া।

সোমবার লন্ডন সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বিদায়বেলার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ক্লিপ বিএনপি মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে বসে আছেন। তাঁর পাশেই রয়েছেন ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। এর পেছনেই আছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ যুক্তরাজ্য বিএনপির নেতারা।

ভিডিওতে আরও দেখা যায়, বিমানবন্দরে বিদায়বেলায় তাঁরা পরস্পরের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে খালেদা জিয়ার এক প্রশ্নের (কতদিন তাহলে তুমি থাকতেছো) জবাবে তারেক রহমান বলেন, ‘আমি? তুমি ওঠে গেলে জাইমা চলে এলে আমি চলে যাব, বাপ-বেটি।’ এরপর খালেদা জিয়া সবাইকে আল্লাহ হাফেজ বলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘ভালো থাকবে তোমরা। ভাইয়ার খেয়াল রেখো।’ পরে তিনি আবারও বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখো।’

এরপর ডা. এ জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের সঙ্গে আলিঙ্গন করে বিদায় নেন এবং বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে বিমানবন্দরে প্রবেশ করেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার