ক্যাটাগরি: রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে কে এই নাসির মোড়ল!

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির মোড়লের নাম সামনে আসে।

নাসির মোড়ল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে গত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে তিনি নানা বিতর্কে জড়িয়েছেন। নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, সন্ত্রাস, ভাঙচুর ও অস্ত্র ব্যবহারসহ একাধিক অভিযোগে তার নামে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ৩০ আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলির ঘটনায় দায়ের করা মামলায় নাসির মোড়লসহ ১২ জনকে আসামি করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলারও তিনি আসামি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি দেশ ছেড়ে গেছেন।

নাসির মোড়লের বাবা শফিক মোড়ল। তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের‌ টেপিরবাড়ি মোড়ল পাড়া এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার পর তাকে উদ্দেশ্য করে নাসির মোড়ল নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘মবমারানীর থ্রেট দিছিলা মনে আছে? এখন কী হইলো। থ্রেট লাইক করি না মাইন্ড ইট।’

অন্যদিকে রাত ১০টা ৪১ মিনিটে ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, ‘হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল?’ ওই পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করেন তিনি।

এদিকে নাসির মোড়লের ওই পোস্টের পর ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের পোস্টে প্রমাণিত হয় এই ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত। এবং পরিকল্পিতভাবে তারা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপরই অপরাধীদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত ৫৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (০৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল হাসান। তিনি জানান, রবিবার সন্ধ্যায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানের ধারাবাহিকতায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ নেতাকর্মী।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার