সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকা। যা ৪১ কার্যদিবস ও চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। জানা গেছে, সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদকে সরিয়ে এ পদে পরিবর্তন আনছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে কয়েকটি নামও বাতাসে ভাসতে থাকে। এমন খবরে ঘুরে দাঁড়িয়েছে বাজার। যার ফলে আজ বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৫ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১০৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৮৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ৬০৭ কোটি ২০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম