পুঁজিবাজারের তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। ব্যারিস্টার খায়রুল আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে, সাবেক এক ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে। এর আগে তিনি দেশি-বিদেশি একাধিক ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ব্যাংকটির চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলীও পদত্যাগ করেছিলেন। এর পর ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।
জানা গেছে, এবি ব্যাংকের শীর্ষ গ্রাহকদের বেশির ভাগই নিয়মিত ঋণ পরিশোধ করছেন না। এর মধ্যে অন্যতম হলো সিকদার গ্রুপ, আশিয়ান সিটি, বিল্ডট্রেড, মাহিন গ্রুপ, আমান গ্রুপ, এরশাদ ব্রাদার্স ও স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর কয়েকটি প্রতিষ্ঠান। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের ঋণও ঠিকমতো আদায় করতে পারছে না ব্যাংকটি। এ ছাড়া মোরশেদ খানের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের ঋণও খেলাপি হয়ে রয়েছে। ফলে ব্যাংকটিতে নানা অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ব্যাংকটির পর্ষদে রয়েছেন।