মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) চেয়ারম্যান হিসেবে রাশেদ আহমেদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে ড. আরিফ দৌলা নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ আহমেদ এর আগে একই ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
এর আগে রাশেদ আহমেদ ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সাবেক চেয়ারম্যান।
কাফি