সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৬৭টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৪ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৪০ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকিট বেনকিজারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৯৮ শতাংশ। আর ৪ দশমিক ৭৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাহজালাল ব্যাংক পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, জাহিনটেক্স, মার্কেন্টাইল ব্যাংক, এশিয়া প্যাসিফিক, ইউনিলিভার কনজুমার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
এসএম