জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ইসলামাবাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘আবদালি অস্ত্র ব্যবস্থা’ (এডব্লিউএস) নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে তাদের সামরিক বাহিনী। ইসলামাবাদ আরও দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি তাদের ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ।
ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, প্রতিবেশী পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে দেখতে পারে নয়াদিল্লি।
তবে পাকিস্তানের ভাষ্য, ‘‘সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও অন্যান্য কারিগরি সক্ষমতা প্রমাণ করাই ছিল এডব্লিউএস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মূল উদ্দেশ্য।’’
পাকিস্তানের সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধানরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তাদের বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত দক্ষতার ওপর ‘‘পূর্ণ আস্থা’’ রেখেছেন।
পেহেলগামের হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা লাগোয়া এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের নিরাপত্তা বাহিনী একে অপরের দিকে গুলিবর্ষণ করছে, যা অস্ত্রবিরতি লঙ্ঘনের শামিল।
কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, ভারত আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। যদিও তার সেই দাবির ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাস্তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফও একই ধরনের আশঙ্কার কথা বলেছিলেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এই হামলার পর ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।
ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে। এই বিতর্কিত ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি এর আগেও দুবার যুদ্ধে জড়িয়েছে।
পেহেলগামের হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি’ বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে স্বাক্ষরিত ‘সিমলা চুক্তি’ বাতিল করেছে। এই হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত ইতোমধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে তাদের জলসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছে না।