ক্যাটাগরি: আবহাওয়া

আসছে দমকা হাওয়ায় বজ্রবৃষ্টি, থাকুন সতর্ক!

ঢাকাসহ দেশের আটটি বিভাগে আগামী পাঁচ দিনে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (৪ মে) রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

সোমবার (৫ মে) একইভাবে দেশের সব বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (৬ মে) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এইদিনও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৭ মে) সব বিভাগেই কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

শেয়ার করুন:-
শেয়ার