ক্যাটাগরি: রাজনীতি

আ.লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে: হাসনাত

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পলাতক হাসিনার আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে এবং দিল্লিতে জানাজা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৩ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশে চার দফা দাবির পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। দাবিগুলোর মধ্যে নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল অন্যতম।

হাসনাত বলেন, “৫ আগস্টে জনগণ রায় দিয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসন এই ভূখণ্ডে আর হবে না। অথচ আজও কেউ কেউ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনায় রাখতে চান। এমনকি ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সে সিদ্ধান্ত দলটির। কিন্তু তিনি যেন ভুলে না যান, তাকে ক্ষমতায় বসিয়েছে এই জনতার আন্দোলন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, এটা সিদ্ধান্ত নিয়েছে জনগণ। যারা আবরার, আবু সাইদিদের রক্তের ওপর পাড়া দিয়ে আবার আসতে চায়, তাদের ফিরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এটাই হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার।”

সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরে যারা শহিদ হয়েছেন, তাদের তালিকা এখন জাতির সামনে প্রকাশ করুন। যতদিন না হাসিনার বিচার ও ফাঁসি নিশ্চিত হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।”

নারী সংস্কার কমিশনকে উল্লেখ করে ড. ইউনূসের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয় সেগুলো আপনি করুন।

শেয়ার করুন:-
শেয়ার