ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৫ এপ্রিল-২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৯৯ কোম্পানির দর কমেছে। আলোচ্য সময়ে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ১২ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৮ দশমিক ৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেসকোর শেয়ার দর কমেছে ১২ দশমিক ৮৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩ দশমিক ৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ১২ দশমিক ৩০ শতাংশ, এনার্জি পাওয়ারের ১০ দশমিক ৭১ শতাংশ, মীর আখতারের ১০ দশমিক ৩১ শতাংশ, জিলবাংলা সুগারের ৯ দশমিক ৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮ দশমিক ০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৭ দশমিক ৯০ শতাংশ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার