ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৫ এপ্রিল-২৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা ৩৯৪ কোম্পানির মধ্যে ১৫৮টির শেয়ারদর বেড়েছে। আলোচ্য সময়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে মিডল্যান্ড ব্যাংকের আগের সপ্তাহের তুলনায় শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ।

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৬ শতাংশ। আর শেয়ারদর ১৪ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

এছাড়া, সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমেরাল্ড অয়েল, কেয়া কসমেটিকস, ফারইস্ট ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার