ক্যাটাগরি: রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিন গেটে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা ও সমর্থকরা উপস্থিত হয়েছেন। সমাবেশে বক্তারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবি জানিয়েছেন। তাছাড়া দেশের মৌলিক সংস্কার করেই নির্বাচনের দাবি জানায় দলটি।

সমাবেশে শহীদ খালিদ সাইফুল্লার পিতা ডা. কামরুল বলেন, আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন হয়? আমি বলতে চাই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হতে দেওয়া হবে না।

শেয়ার করুন:-
শেয়ার