সারাদেশ
শ্রমিক দিবসে সখিপুরে শ্রমিক সমাবেশ

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার সখিপুরে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সখিপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, শ্রমিকরা যুগে যুগে নিপীড়িত হয়েছে, তাদের ঘামে-রক্তে দেশ গড়ে উঠেছে, কিন্তু তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করি, তারা মেহনতি মানুষের পাশে আছি, থাকবো। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকদের বাস্তব দাবি আজও বাস্তবায়িত হয়নি। যেখানে অন্যায়, সেখানেই আমাদের সাংগঠনিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এই বাংলার মাটিতে আর কোনো জালিম সরকার টিকতে পারবে না। আমরা দেখেছি, কীভাবে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে, কীভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু ছাত্র-জনতা আর শ্রমিক একসঙ্গে লড়ে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সখিপুর থানা শাখার সভাপতি হাসান শাহ পারভেজ বেপারী বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের মধ্যে ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ ও সাংগঠনিক আন্দোলনের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শ্রমিক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সখিপুর থানা যুবদল সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, সখিপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিদার, সখিপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান সবুজ মাঝী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আ. মান্নান মাঝী, সখিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারেস সরদার, সখিপুর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন বেপারী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদল ও প্যানেল চেয়ারম্যান সাবেক সভাপতি আক্তার হোসেন আসামী, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. নূর নুরুদ্দিন দর্জি, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ. হামিদ বকাউল, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোল্যা মোহাম্মদ তারেক, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. সেকান্ত খান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মাল, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নিহাদ সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জিসান বালা, সখিপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক) জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইমরান হোসেন সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মতিউর রহমান বেপারী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আজমেরী আক্তার সরকার।
এছাড়াও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ
বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
প্রত্যক্ষদর্শী কুদ্দুস জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত থেকে আসা কার্ভারভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সারাদেশ
গোপালগঞ্জে তিন বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তিনটি বাসের পরপর সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও বাসের এক সহকারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম (৫২) নিহত দুইজনের একজন। তিনি উদ্ধারকাজ পরিচালনার সময় চতুর্মুখী সংঘর্ষে গুরুতর আহত হন এবং পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত অপর ব্যক্তি আরমান পরিবহনের বাস হেল্পার। তার পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার বিস্তারিত জানিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে পিছন থেকে এসপি গ্রীন লাইনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে আরও বড় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুটি বাস ও ট্রাককে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে উদ্ধার কাজে থাকা এটিএসআই রফিকুলসহ আরও তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার কাজে অংশ নেয় গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট, যার নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার। প্রায় দুই ঘণ্টা পর, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাফি
সারাদেশ
তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান

শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি খোকন মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমরান সরকার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল্লাহ মামুন সরকার, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি, সংগঠনের সাবেক সভাপতি মোল্লা হানিফ, সাবেক সহ-সভাপতি মুসা সরদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক সভাপতি কামাল উদ্দিন তাঁতী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের উপদেষ্টা পরিষদ ও বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের উপবৃত্তি পরীক্ষায় চাঁদপুর ও শরীয়তপুর জেলার মোট ৭৩টি স্কুল ও কলেজ থেকে প্রায় ২,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মেধার ভিত্তিতে ৬৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন সরকার বলেন, ছাত্রকল্যাণ সংগঠনগুলো সত্যিকার অর্থেই নিরলসভাবে মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শহীদ সিরাজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোতালেব মাঝি বলেন, মেধার জোরে যেখানে যাওয়া যায় পেশি শক্তির জোরে সেখানে যাওয়া যায় না। শিক্ষার্থীদের প্রকৃত অর্থে মেধাবী হতে হবে এবং পড়াশোনায় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।
বিশেষ অতিথি ওসি ওবায়েদুল হক বলেন, ছাত্ররা শক্তি ছাত্ররাই বল—তরুণরাই জাতির কর্ণধার। মানুষকে জীবন গড়তে হলে ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেতে হয়। শিক্ষার্থীদের উচিত শিক্ষা জীবনে শৃঙ্খলা মেনে চলা এবং মাদকমুক্ত জীবন গড়ে তোলা।
প্রধান অতিথি অনিন্দ্য মন্ডল তাঁর শিক্ষা ও চাকরিজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি ইউএনও হওয়ার আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছি অনেক ধৈর্য নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনায় ধৈর্য একটি বড় গুণ। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সভাপতি খোকন মাহমুদ তাঁর সমাপনী বক্তব্যে সকল অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কাফি
সারাদেশ
শরীয়তপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে একজনের মৃত্যু

শরীয়তপুর জেলার সখিপুর থানার চর কুমারিয়া ফইজুদ্দিন মোল্লার কান্দি গ্রামে অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিটে দগ্ধ হয়ে মো. স্বপন বেপারী (৪৮) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন বেপারী নিজ বাসায় অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট ঘটে, ফলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে মৃতের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। স্বপন বেপারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কাফি
সারাদেশ
তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠনের এক যুগ পূর্তি ও উপবৃত্তি প্রদান

শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯২ নং তারাবুনিয়া কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার, ১০ জুন, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠন তাদের এক যুগ পূর্তি উদযাপন করেছে। একই সাথে, সংগঠনটি ২০২৪ সালের উপবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। তিনি সংগঠনের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্যক্তিগতভাবে এই সংগঠনকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাঝী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান সরকার, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠনের উপদেষ্টা এম. জি. রোকন মাঝী, প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফি আলম খাঁন, এবং ৯২ নং তারাবুনিয়া কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান।
তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠনের বর্তমান সভাপতি সোহেল তানভীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন সরকার সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠন এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বিশ্বাস করেন, এই ধরনের উদ্যোগ তরুণদের অনুপ্রাণিত করবে এবং একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।