ক্যাটাগরি: রাজনীতি

ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্রই শ্রমিক অধিকার নিশ্চিত করবে: মাওলানা ইসহাক

ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল সকল বৈষম্য ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শূরা সদস্য ও মুগদা থানা পূর্বের আমীর মাওলানা ইসহাক।

বৃহস্পতিবার (০১ মে) বিশ্ব শ্রম দিবস উপলক্ষ্যে ৭২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রাজধানীতে আয়োজিত এক রালী ও পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শ্রমিক-মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, শক্রর নয়। এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না। বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে শ্রমিকেরা বাঁচবে- এ কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারিসহ সকল পর্যায়ের দায়িত্বশীলগন।

অনুষ্ঠানে থানার অর্থ সম্পাদক নেছার উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক কুতুবউদ্দিন আরমান, মোহাম্মাদ ইউনুস, সোলাইমান, জোনায়েদ, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার