শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের অপসারনের দাবিতে বুধবার (৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে আইসিবির সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আবু আহমেদের অপসারনের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠে বিনিয়োগকারীরা।
তাদের প্রধান দাবি এখন একটাই – মাকসুদের পদত্যাগ। বিনিয়োগকারীরা মনে করেন, তার পদত্যাগই শেয়ারবাজারের অচলাবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাদের বিশ্বাস, মাকসুদ শেয়ারবাজারের গতিপ্রকৃতি বোঝেন না। এই অভিযোগ শুধু সাধারণ বিনিয়োগকারীদের নয়, বরং বিএসইসির প্রাক্তন খ্যাতিমান চেয়ারম্যানসহ অন্যান্য অংশীদারদেরও। তাই, তারা মনে করেন মাকসুদের অপসারণ অত্যাবশ্যক।
বিক্ষোভকারীরা আরও বলেন, মাশরুর রিয়াজের সামান্য বিতর্ক উঠতেই তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেননি। অথচ আজ যখন সকলে মাকসুদের বিপক্ষে এবং তার পদত্যাগ চাইছে, তখনও তিনি নির্লজ্জের মতো পদে আঁকড়ে আছেন। বিনিয়োগকারীদের চোখে, এটাই তার অযোগ্যতা এবং ব্যক্তিত্বের অভাব স্পষ্ট করে তোলে। মতিঝিলের এই বিক্ষোভ ছিল বিনিয়োগকারীদের সম্মিলিত কণ্ঠস্বর, যারা শেয়ারবাজারের ভবিষ্যতের জন্য পরিবর্তন চাইছেন।