ঈদুল আযহা সামনে রেখে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান এসিআই নিয়ে এসেছে এসিআই কোরবানি এক্সপ্রেস- একটি নতুন, নিরাপদ ও শরীয়তসম্মত কোরবানি পশু সংগ্রহের সমাধান। এসিআইয়ের খুচরা বিপণন সংস্থা স্বপ্ন’র সঙ্গে যৌথভাবে এই সেবা চালু হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো কোরবানির প্রক্রিয়া সহজ করা, শরীয়তের বিধান মেনে চলা এবং প্রান্তিক খামারিদের ন্যায্য সুযোগ নিশ্চিত করা।
দীর্ঘদিন ধরেই প্রচলিত পশুর হাটগুলোতে কোরবানির পশু কেনা নিয়ে ভোগান্তি, স্বাস্থ্যগত অনিশ্চয়তা, দাম নিয়ে অস্পষ্টতা এবং স্বচ্ছতার অভাব দেখা যায়। এসিআই কোরবানি এক্সপ্রেস এসব সমস্যার সমাধান এনেছে একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্মের মাধ্যমে—যেটি শহর ও গ্রামের ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সময়োপযোগী।
স্বপ্নের বিস্তৃত নেটওয়ার্ক এবং নির্ভরযোগ্য অবকাঠামোর মাধ্যমে এখন গ্রাহকরা ঘরে বসেই আত্মবিশ্বাসের সঙ্গে কোরবানির পশু বুক করতে পারবেন। এই প্ল্যাটফর্ম সরাসরি খামারি থেকে ক্রেতার কাছে পশু পৌঁছে দেয়, ফলে মধ্যস্বত্বভোগী বাদ পড়ে এবং খামারিরা ন্যায্য দাম পান। এতে গ্রামীণ অর্থনীতি মজবুত হয় এবং ছোট খামারিরা লাভবান হন।
এসিআই কোরবানি এক্সপ্রেসের আরেকটি বৈশিষ্ট্য হলো ধাপে ধাপে অর্থ পরিশোধের সুবিধা, যা গ্রাহকদের চাপমুক্তভাবে পশু কেনার সুযোগ করে দেয়। সম্পূর্ণ মূল্য পরিশোধের পর পশুটি ঈদের দুই দিন আগে ক্রেতার ঠিকানায় পৌঁছে যায়, যা নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে। বর্তমানে এই সেবা শুধু ঢাকা শহরের জন্য প্রযোজ্য।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালন। পশুগুলো প্রান্তিক খামারিরা কৃত্রিম স্টেরয়েড বা ক্ষতিকর হরমোন ছাড়াই লালন-পালন করেন। প্রতিটি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন অভিজ্ঞ পশু চিকিৎসকরা-নিয়মিত টিকা, ডিওয়ার্মিং ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গ্রাহকরা প্রতি মাসে স্বাস্থ্য আপডেট পান এবং ইচ্ছা করলে সরাসরি খামারে গিয়ে পশু দেখতে পারেন-যা স্বচ্ছতা ও আস্থা বাড়ায়।
গ্রাহকদের জন্য সর্বোচ্চ ন্যায্যতা নিশ্চিত করতে লাইভ ওয়েট প্রাইসিং (প্রাণির জীবন্ত ওজন অনুযায়ী মূল্য) পদ্ধতি চালু করা হয়েছে। বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি পশুকে একটি ইউনিক আইডি কোড দিয়ে চিহ্নিত করা হয়, যা পুরো প্রক্রিয়াকে ট্র্যাকযোগ্য এবং নিশ্চিত করে মানসম্পন্ন সেবা।
পুরো প্রক্রিয়া শরীয়াহ সুপারভাইজরি বোর্ড দ্বারা তদারকিকৃত, যেখানে মালিকানা হস্তান্তর থেকে শুরু করে পশুর অসুস্থতা বা অকাল মৃত্যুজনিত পরিস্থিতিরও শরীয়তসম্মত সমাধান নিশ্চিত করা হয়। আগেভাগে বুকিং করার মাধ্যমে গ্রাহকরা তাদের পশুর সঙ্গে এক ধরণের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারেন—যা কোরবানির মূল চেতনাকে তুলে ধরে।
নৈতিক পশুপালন, স্বাস্থ্য সুরক্ষা, আধুনিক লজিস্টিকস ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে এসিআই কোরবানি এক্সপ্রেস কোরবানির রীতিতে নিয়ে এসেছে এক নতুন মাত্রা- দায়িত্বশীল এবং অর্থবহ।
এই নতুন ধারার কোরবানি অভিজ্ঞতা নিতে ভিজিট করুন স্বপ্ন ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে।
কাফি