ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের চিঠি

দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনের জীবন রক্ষার্থে পরামর্শ মূলক আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করতে তার সাক্ষাতের অনুমতি চেয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও  এ সংকট থেকে উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন সংগঠনটির নেতারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংগঠনটি সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েসনের সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিক অর্থসংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, জুলাই বিপ্লব ২০২৪ এর পূর্ববর্তী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম নাজুক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু খুবই দুঃখজনক যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, সেই প্রত্যাশা চরমভাবে হতাশায় পর্যবেশিত হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড পুঁজিবাজার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, এমতাবস্থায় দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনের জীবন রক্ষার্থে আপনার সাথে পরামর্শ মূলক আলোচনার জন্য অধীর আগ্রহ ও উদ্বেগ উৎকণ্ঠার সাথে অপেক্ষমান বিনিয়োগকারীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) একটি প্রতিনিধিদল।

শেয়ার করুন:-
শেয়ার