ক্যাটাগরি: পুঁজিবাজার

পাওয়ার গ্রিডের সর্বোচ্চ দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে ওঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭১ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামি ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৬ শতাংশ। আর ৬ দশমিক ০৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, জিলবাংলা সুগার মিলস, মীর আখতার, এপোলো ইস্পাত, এসবিএসি ব্যাংক এবং ফিনিক্স ফাইন্যান্স।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার