সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টির দর বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৯ এপ্রিল) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭৭ শতাংশ। আর ৬ দশমিক ৪০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, রূপালী ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং লিমিটেড।
এসএম