ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্যবসায়ে সম্পৃক্ত করতে মেয়েদের শেয়ার উপহার দিলেন লাভেলোর এমডি

ব্যবসায়ে মেয়েদের সরাসরি সম্পৃক্ত করতে শেয়ার উপহার দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস্ অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাতো’ প্রকৌশলী মো. একরামুল হক।

লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো. একরামুল হক তার দুই মেয়ে মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরামকে যথাক্রমে ৫ লাখ করে মোট ১০ লাখ শেয়ার উপহার দিয়েছেন, যার বর্তমান বাজার মূল্য ৮ কোটি টাকারও বেশি। লাভেলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ায় শেয়ার উপহার দেওয়ার তথ্য প্রকাশের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো. একরামুল হক তার দুই মেয়ে মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরামকে উল্লেখিত শেয়ার উপহার দিয়েছেন।

কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম উভয়ই আগে থেকেই কোম্পানির পরিচালক হিসাবে যুক্ত আছেন। তারা বর্তমানে উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশ্যে কানাডাতে ইউনিভার্সিটি অব টরোন্টো এবং ম্যাকগিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। কানাডা থেকে পড়াশুনা শেষ করে খুব শিঘ্রই তারা দেশে ফিরে কোম্পানির নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করবেন। জন্ম ও বেড়ে ওঠা বিদেশে হলেও পারিবারিক ব্যবসার প্রতি তাদের আগ্রহ রয়েছে তাই দ্বিতীয় প্রজন্মের কাছে ব্যবসা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে মেয়েদের এই শেয়ার উপহার হিসেবে দেয়া হয়েছে যাতে মেয়েদের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্ব তৈরি করে লাভেলোর ভবিষৎ সাফল্যের ধারা অব্যহত থাকে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার