ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এমারেন্ড ওয়েল

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এমারেন্ড ওয়েলের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১০ টাকা বা ৮.৭২ শতাংশ।

আর ১ টাকা ১০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিথুন নিটিংয়ের ৫.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৩৪ শতাংশ,আসিবি এমপ্লয়িজ ফান্ড-১ এর ৪.১৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৩.৯০ শতাংশ, এসএমইএলএফবি গ্রোথ ফান্ডের ৩.৮৫ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৭৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ার করুন:-
শেয়ার