ক্যাটাগরি: পুঁজিবাজার

রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়েই চলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমতে কমতে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। পুঁজিবাজারের এই সংকট দূর না করে বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর।

বিএসইসি চেয়ারম্যানের এই বিদেশ যাওয়াকে ভ্রমণ বলছেন বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রেসিডেন্ট এসএম ইকবাল হোসেন। তিনি বলেন, শেয়ারবাজারে আগুণ লাগিয়ে রাশেদ মাকসুদ যাচ্ছেন বিদেশ ভ্রমণে।

তিনি আরও বলেন, রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার।

এর আগে গত বুধবার বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।

শেয়ার করুন:-
শেয়ার