সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৯৯টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৭ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৮২ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেসকোর শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ০৮ শতাংশ। আর ৬ দশমিক ৫২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমেএফ ১: স্কিম ওয়ান, গ্রামীণফোণ, ইজেনারেশন এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
এসএম