ক্যাটাগরি: সারাদেশ

এসিএলের ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল

শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আসামী কান্দি মাঠ সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উত্তর তারাবুনিয়া প্রিমিয়ার লিগ (এসিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫, সিজন-৬ এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ।

আসামী কান্দি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব বনাম তারাবুনিয়া কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে তারাবুনিয়া কিংস নির্ধারিত ১৫ ওভারে সংগ্রহ করে ১৩৮ রান। ফলে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। জবাবে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব ১৫ ওভার শেষে সংগ্রহ করে ১৩৪ রান। ফলে ৪ রানে জয়লাভ করে তারাবুনিয়া কিংস। ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তারাবুনিয়া কিংসের হায়ার খেলোয়াড় সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন আসামী। বিশেষ অতিথি হিসেবে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ. হামিদ বকাউল, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন সরকার, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমরান সরকার, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বেপারী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মাঝি, বিএনপির আহ্বায়ক আ. ছামাদ আসামী, ইউপি সদস্য সুমন বকাউল উপস্থিত ছিলেন।

পরিচালনায় ছিলেন সোলায়মান আসামী, মো. শাহীন আসামী, আবু বক্কর ছিদ্দিক, সালাউদ্দিন আসামী, আ. রহিম আসামী, মো. মাহফুজ আসামী, মো. নুরে আলম আসামী, মো. মাহিন আসামী ও আরিফ আসামী।

খেলায় আম্পায়ারিং করেন মোল্লা আবুল হোসেন ও ওসমান সরকার। ধারাভাষ্যকার ছিলেন হোসাইন মোহাম্মদ মিল্টন ঢালী, দেওয়ান শাহ জালাল, নাজমুল আহসান তাঁতী। স্কোরার আবু বক্কর রিয়াদ আসামী।

পুরো আয়োজন জুড়ে সার্বিক সহযোগিতায় ছিলেন আসামী বাড়ি যুব সংঘ। মাঠভর্তি দর্শকের উৎসাহ, উদ্দীপনা ও করতালির মাঝে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকরা রোমাঞ্চকর খেলা উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার