সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নূরানী ডাইং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৫.৪৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডোরিন পাওয়ার।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রানার অটোমোবাইলস ৪.৮৩ শতাংশ, এস এস স্টিল ৪.৬২ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ার ৪.৫৯ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৪.৫৫ শতাংশ, পিপলস লিজিং ৪.৫৫ শতাংশ, ন্যাশনাল ফিড ৪.৪৪ শতাংশ ও প্যারামাউন্টটেক্সটাইল ৪.০৮ শতাংশ দর বেড়েছে।