সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যাান (ভারপ্রাপ্ত) মুফতি
আবদুল্লাহ মাসুম।
শরী’আহ সুপারভাইজরী নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল সভায় উপস্থিত ছিলেন।সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান।
সভার কাজে সহযোগিতা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শরী’আহ সেক্রেটারিয়েট এর প্রধান সৈয়দ জয়নুল আবেদীন এবং এসএভিপি মো. নিছার উদ্দীন।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে ইসলামী শরী’আহ পরিপালনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।