দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে ৫৯৮ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এ এলএনজি আমদানি করা হবে।
এক কার্গো এলএনজি আমদানির পাশাপাশি ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ৩ লাখ ৫ হাজার ১৪৪ টাকা ভেরিশেনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বিদেশ থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, পেট্রোবাংলা কর্তৃক এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ৪৭৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় কবে ৫৯৮ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা।
সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’-এর অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স কনট্রাক্টর নিয়োগের লক্ষ্যে বিড ডকুমেন্ট প্রস্তুত ও অন্যান্য পরামর্শক সেবা প্রদানের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, ইউএই-কে ২০ লাখ ২১ হাজার ১২৫ ডলারে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীসময়ে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ বাড়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮ লাখ ৫৮ হাজার ৭৬২ ডলার ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলারের দাম ১২২ টাকা হিসাবে ব্যয় বাড়বে এক কোটি তিন লাখ পাঁচ হাজার ১৪৪ টাকা।
ভেরিয়েশনের কারণ হিসেবে জানা গেছে, বিশেষ বিধান আইনের অধীন চলমান ক্রয় কার্যক্রম স্থগিত করায় সিঙ্গেল সোর্স পদ্ধতিতে ঠিকাদার নিয়োগের বিড ডকুমেন্ট বাতিল হয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী জি-টু-জি (সরাসরি) ভিত্তিতে ঠিকাদার নিয়োগের বিড ডকুমেন্ট প্রস্তুত করা হয়। আবার পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী এক ধাপ দুই খাম পদ্ধতিতে নিয়োগের জন্য বিড ডকুমেন্ট প্রস্তুত করা হয়।