পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন তলা ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গাজীপুর কালিয়াকৈর (শফিপুর ইউনিয়ন ভূমি অফিস) এলাকায় অবস্থিত ৩ তলা ভবনসহ ৩১৮.৫০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমিটি ক্রয় করতে অন্যান্য সংক্রান্ত খরচ বাদ দিয়ে মোট ২০ কোটি টাকা ব্যয় হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ভবনসহ জমিটি ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে কোম্পানির পর্ষদ।
এর আগে, জমিটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী থেকে কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে।
অধিগ্রহণকৃত জমিটি কোম্পানির উৎপাদন, প্রিন্টিং, ডাইং ও নিটিংয়ের কাজে (পোশাক ব্যবসার) ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গাজীপুরের সেই জমির মালিক মুনাজ্জামা মুস্তারি তানিয়া, মো. রাহবার ওয়াহেদ খান এবং মো. রাফসানি ওয়াহেদ খান। যাদের ঠিকানা- বাড়ি নং ৮০, রোড নং ১৫, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।
এসএম