সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২১৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নূরানী ডাইং।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড স্টিলস, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, বাংলাদেশ ফাইন্যান্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
এসএম