ক্যাটাগরি: পুঁজিবাজার

রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ বুধবার

টানা দরপতনে অস্থিরতা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হয় বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘ আট মাসেও তা দৃশ্যমান না হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার সংগঠনটির সমন্বয়ক ও প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিকের স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, পুঁজিবাজারে টানা দরপতনের কারণে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আগামীকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকল বিনিয়োগকারী ও অংশীজনকে এ বিক্ষোভ মিছিলের অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার