বাংলাদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও ফুড, এবার পহেলা বৈশাখ উপলক্ষে নিয়ে এলো ‘বাংলা ফুড ফেস্ট’ ক্যাম্পেইন। বাংলা কুজিন নিয়ে তৈরি করা এই ক্যাম্পেইনে, লোকাল রেস্টুরেন্টগুলোর মজাদার সব বাংলা খাবারগুলোতে থাকছে এক্সক্লুসিভ সব ডিসকাউন্ট ও অফারস। ক্যাম্পেইনটি চলবে ১৪ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত।
বাংলা ফুড ফেস্ট-এ থাকছে পাঠাও অ্যাপে ‘দেশী স্বাদ’ ট্যাব। যেখানে ইউজাররা এক জায়গায় খুঁজে পাবেন সব জনপ্রিয় দেশি খাবার। পান্তা ইলিশ থেকে শুরু করে ভর্তা, কাবাব, পাতুরি, চুইগোস্ত একেবারে বাঙালি ঘরানার সব স্বাদ এখন আরও সহজে হাতের মুঠোয়।
ক্যাম্পেইনে আরও থাকছে ১ টাকা ও ১৪ টাকা ডেলিভারি অফার। ১৪ এপ্রিল ও ১৫ এপ্রিল পাঠাও ফুড থেকে অর্ডার করলেই পেয়ে যাবেন ১ টাকা ডেলিভারি অফার। আর ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পাঠাও ফুড থেকে অর্ডার করলে পাবেন ১৪ টাকা ডেলিভারি অফার।
এই ক্যাম্পেইনে লোকাল রেস্টুরেন্টগুলোর মধ্যে থাকছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার মিঠাই, নবাবী ভোজ্য, বাঙালিয়ানা ভোজ, নানু’স ফুড ফ্যাক্টরি, সুলতান’স ডাইন, আল কাদেরিয়া, রেস্টুরেন্ট রামপুরা বাজার, আল কারীম, তেহারী ঘর সহ আরও অনেক।
পাঠাও শুধু কাস্টমার নয়, বরং তার ডেলিভারি হিরোদেরকেও উৎসবের আনন্দে সামিল করেছে। এই ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ অর্ডার সম্পন্ন করা ১০ জন পাঠাও ফুড ডেলিভারি হিরো পেয়ে যাবেন স্পেশাল গিফট, পাঠাও-এর পক্ষ থেকে।
এবার বৈশাখ মানেই দেশি খাবারে ভরপুর আনন্দ! পাঠাও ফুড-এর বাংলা ফুড ফেস্ট থেকে এখনই অর্ডার করুন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।