ক্যাটাগরি: সারাদেশ

জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

শরীয়তপুর জেলার সখিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আফাজ উদ্দিন মোল্লা বাজারে আলমগীর মাদবর ও মতি মোল্লার ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে মতি মোল্লার ছেলেরা আলমগীর মাদবরের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আলমগীর মাদবরের স্ত্রী। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

আহতদের মধ্যে রয়েছেন আলমগীর মাদবর, মালেক মোল্লা, খবির মোল্লা, খোকা মাদবর এবং আলমগীর মাদবরের শ্বশুরবাড়ি থেকে আসা মেয়ে শান্তনা। শান্তনার মা জানান, “মাত্র তিন মাস আগে আমার মেয়ের সিজার অপারেশন হয়েছে। তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে, অবস্থা গুরুতর।” আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, মতি মোল্লার ছেলে কাদির মোল্লা, নাছির মোল্লা ও ইদ্রিস মোল্লাকে ভর্তি করা হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে। কুদ্দুস মোল্লা সামান্য আহত হলেও তিনি হাসপাতালে ভর্তি হননি।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকান্ত খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা জানান, “উভয় পক্ষকে শান্ত রাখতে চেষ্টা করা হলেও উত্তেজনার কারণে কেউ কারো কথা শুনছিল না।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার