ঢাকা ৮ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের পাশে সুখ-দুখে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সব সময়ে স্বোচ্চার বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকার আশেপাশের মার্কেটগুলোতে ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ই আগষ্ট মানুষ যে স্বপ্ন দেখেছিলো সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে স্বেরাচার যেন আবার মাথাছাড়া না দিয়ে উঠে।
এসময় তিনি আরো বলেন, যেই কুরআনের কথা বলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের উপরও অমানবিক পাশবিক জুলুম নির্যাতন হয়েছে, সেই কুরআনের শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করা পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। এদেশের জনগণ বুঝে গেছে মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির সমাজ গঠন করতে চায়। জনগণের প্রত্যাশা পূরণে তিনি উপস্থিত নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান উপস্থিত ছিলেন।