স্টার্টআপ বাংলাদেশের এমডি সামি আহমেদের দ্রুত অপসারণ ও সব দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ আইটি উদ্যোক্তা কাউন্সিল।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে
বাংলাদেশ আইটি উদ্দ্যোক্তা কাউন্সিলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বিন সফির উপস্থাপনায় শুরুতে বক্তব্য রাখেন কাউন্সিলের সদস্য সচিব খাবিরুল জাহান সাজিদ। বক্তব্য রাখেন অন্যতম আইটি উদ্দ্যেক্তা মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান, সিনিয়র আইটি উদ্দ্যেক্তা আহসান হাবীব, ফাউজিয়া নিগার সুলতানা, কাউন্সিলের যুগ্ম আহবায়ক ইমরুল কায়েস পরাগ।
উদ্যোক্তারা সামি আহমেদের বিভিন্ন দুর্নীতি এবং যে সকল ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হয়েছেন সেসব বিষয় তুলে ধরেন এবং তারা ২৪ ঘন্টার মধ্যে আইটিখাতের দস্যু, স্টার্টআপ বাংলাদেশের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদের দ্রুত অপসারণ এবং বিচার দাবি করেন।
আইটি উদ্যোক্তারা জানান, ফ্যাসিবাদের রানী পালিয়ে যাওয়ার পরও তার দোসররা স্বপদে বহাল থাকা মানে হচ্ছে শহীদদের রক্তের সাথে বেইমানি।
সভাপতির বক্তব্যে বিআইইউতি’র আহবায়ক তালহা ইবনে আলাউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে স্টার্টআপ বাংলাদেশের দুর্নীতিবাজ এমডি সামি আহমেদে কে অপসারণ এবং বিচারের মুখোমুখি করা না হলে আইটি উদ্যোক্তারা আবার রাজপথে নামবে। সবশেষে তিনি সকল আইটি উদ্যোক্তা এবং সচেতন জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কাছে বেশকিছু অভিযোগ ও প্রস্তাবনা জানানো হয়েছে।
অভিযোগগুলো হচ্ছে —
১. সামি সরকারি বিনিয়োগকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন এবং স্বচ্ছতা ছাড়াই ১৫টি স্টার্টআপে প্রায় ৮০ কোটি টাকা বিতরণ করেছেন। যার অধিকাংশই সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে।
২. প্রতিযোগিতামূলক ও দক্ষ উদ্যোগগুলো (যেমন- টেন মিনিট স্কুল) বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে কেবল রাজনৈতিক সমীকরণ বা ব্যক্তিগত অনাগ্রহের কারণে।
৩. মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি একটি রাজনৈতিক সিন্ডিকেটের অংশ, যার মাধ্যমে সরকারি অর্থ ও প্রকল্পের অপব্যবহার হয়েছে।
৪. এ নিয়ে ২০২৫ সালের ১৯ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা সরব প্রতিবাদ করেছেন।
৫. সরকারি কর্মকর্তা হিসেবে তার অবস্থান ও কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণবিধি, সরকারি অর্থব্যবস্থা ও বিনিয়োগ নীতিমালার পরিপন্থি।
প্রস্তাবনাগুলো হচ্ছে—
ক. সামি আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার সব কার্যক্রমের নিরীক্ষা করতে হবে।
খ. তদন্তকালীন সময়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।
গ. স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের বিনিয়োগ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন স্বচ্ছ ও জবাবদিহিমূলক গাইডলাইন প্রণয়ন করতে হব। আমরা বিশ্বাস করি, একটি উদ্যোক্তাবান্ধব এবং দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশের স্বার্থে এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানববন্ধনে বাংলাদেশ আইটি উদ্দ্যেক্তা কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন সফি, সদস্য সচিব খাবিরুল জাহান সাজিদ, আইটি উদ্যোক্তা মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান, সিনিয়র আইটি উদ্যোক্তা আহসান হাবীব, ফাউজিয়া নিগার সুলতানা, উদ্যোক্তা কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস পরাগ এবং আহ্বায়ক তালহা ইবনে আলাউদ্দিন বক্তব্য দেন।