সেনা কল্যাণ সংস্থার সুধীজন এবং ব্যবসায়িক অংশীজনবৃন্দের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসকেএস টাওয়ারের সেনা গৌরব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল আব্দুল হাফিজ (অব.) উপস্থিত ছিলেন।
এছাড়াও, অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সাবেক সেনা প্রধান, সেনা কল্যাণ সংস্থার প্রাক্তন চেয়ারম্যান, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংস্থার অংশীজনবৃন্দ অংশগ্রহন করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে কয়েকজন তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ অনুষ্ঠানে তাঁর দিক- নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং নৈশভোজের আয়োজন করা হয়। সেনা কল্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এসএম