ক্যাটাগরি: মত দ্বিমত

জোনাকি পোকাও অন্ধকারে নিজের আলোয় চলে

একটি আত্মমুক্তির ডাক তরুণদের প্রতি..

এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ করতে ছুটে আসছেন বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীরা। কারণ তারা দেখেছেন সম্ভাবনার এক নতুন বিস্ফোরণ-এই দেশের নবীন প্রজন্ম।
তারা দেখেছেন প্রযুক্তি-দক্ষ, সৃজনশীল, পরিশ্রমী ও উদ্ভাবনী এক তরুণ সমাজ, যারা কেবল স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও জানে।

বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে- আশায়, আস্থায়, আর সহযোগিতার হাত বাড়িয়ে। তারা এগিয়ে আসছে এই প্রজন্মকে উৎসাহিত করতে, তাদের মেধা ও শ্রমে ভর করে একটি নতুন বাংলাদেশ নির্মাণে পাশে দাঁড়াতে।

কিন্তু প্রশ্ন হচ্ছে- এই নবীন প্রজন্ম কী করছে?

তারা কি সেই স্বপ্নের পথে এগোচ্ছে? নাকি এখনো ঘুরে বেড়াচ্ছে সেইসব মুখোশধারী নেতাদের পেছনে, যাদের একমাত্র মূলধন হলো মিথ্যাচার, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার?

যারা বছরের পর বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে পচিয়ে তুলেছে, এবং জনগণের ভাগ্য নিয়ে নির্লজ্জ তামাশা করেছে, আপনি কি তাদের পেছনেই সময় নষ্ট করবেন? আপনি কি সেই ছায়ার পেছনে ছুটবেন, না কি নিজের আলো জ্বালাবেন—নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ, নিজের দেশের জন্য?

আজ বিশ্বের নজর বাংলাদেশের দিকে। এই অন্তর্বর্তীকালীন সময় রাজনৈতিক হস্তক্ষেপ তুলনামূলকভাবে দুর্বল, তাই বহু আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগকারী
এখন সরাসরি বাংলাদেশে কাজ করার সাহস দেখাচ্ছেন। যা গত ৫৪ বছরেও সম্ভব হয়নি।

এই বিরল সুযোগ আপনার- নিজেকে গড়ে তোলার, নিজের চাকা ঘোরানোর, নিজের আলোর স্পন্দনে চারপাশকে আলোকিত করার। তাই এখনই সময় ভেঙে ফেলুন দুর্নীতির দেয়াল, ছিঁড়ে ফেলুন দাসত্বের শৃঙ্খল। গড়ুন একটি নতুন বাংলাদেশ নিজের মতো করে।

একটি বাংলাদেশ যেখানে নেতৃত্ব আসবে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ থেকে। যেখানে নেতৃত্ব আর উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। বরং গড়ে উঠবে নিচ থেকে, ঘাম ও মেধা দিয়ে। একটি বাংলাদেশ যেখানে তরুণরা আর নেতৃত্বের পেছনে দৌড়াবে না বরং নিজেরাই নেতৃত্ব দেবে। সারাদিন ইঁদুরের মতো কোনো কার্লপ্রিট পলিটিশিয়ানের পেছনে না ছুটে বরং নিজের চাকা ঘুরান জ্বালান নিজের আর দেশের আলো।

আর যদি চান বাংলাদেশ এগিয়ে যাক সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াক তবে আজই নিজেকে বিনিয়োগ করুন। নিজের শিক্ষা, সময়, শ্রম, চিন্তা আর সৃষ্টিশীলতাকে দিন যথার্থ কাজে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আজ থেকেই শুরু করুন। দেখবেন, বিশ্ব আপনার পেছনে ঘুরছে। দেখবেন, একদিন সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদও আপনার দরজায় এসে কড়া নাড়ছে। একটি কাজের সুযোগের জন্য।

রহমান মৃধা, গবেষক ও লেখক
(সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন)
Rahman.Mridha@gmail.com

শেয়ার করুন:-
শেয়ার