ক্যাটাগরি: রাজধানী

অতিরিক্ত ফি আদায়: ল্যাবএইড হাসপাতালকে আইনি নোটিশ

হাসপাতাল রেজিস্ট্রেশন ফি হিসেবে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (০৬ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রীম কোর্টের আইনজীবী ও ভুক্তভোগীর ছেলে অ্যাডভোকেট সাকিল আহমাদ এই আইনি নোটিশ পাঠিয়েছেন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি নোটিশে বলা হয়, গত ২ এপ্রিল মো. রুহুল আমিনের ছেলে সাকিল আহমাদ ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের কনসালটেশন ফিসের বাইরে শুধু নাম নিবন্ধনের জন্য তাকে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, এই ফি আদায় ছিল অস্বচ্ছ, অন্যায্য এবং রোগীর মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সংবিধানের ১৫, ৩১ ও ৩২ অনুচ্ছেদ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী এ ধরনের ফি আদায় বৈধ নয়।

আইনি নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং পূর্বে আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ল্যাবএইডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।

আইনি নোটিশে বিষয়টিকে জনস্বার্থে উল্লেখ করে বলা হয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এ ক্ষেত্রে যেকোনো ধরনের আর্থিক শোষণ বন্ধ হওয়া উচিত।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার