আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের ৫৩ সদস্যবিশিষ্ট ১২তম কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক খোকন মাহমুদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) এবং পিভিএমএস পরিচালক আফজাল হোসেন। এ সময় মুসা সরদার, আলী হোসেন, আল-আমীন তাতী, সজীব মুন্সি, সফিউল্লাহ মাদবর ও সাদেক আলী মৃধা সহ অনেকেই নবগঠিত কমিটির সদস্যদের প্রতি শুভকামনা জানান।
তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনটি শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের সামাজিকভাবে এগিয়ে আসার অনুপ্রেরণা দিতে ২০০০ সালের এসএসসি ব্যাচ এবং সহযোগী ব্যাচ ২০০১, ২০০২-এর সমন্বয়ে ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
বর্তমানে সংগঠনটি শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও প্রতি বছর মাহে রমজানে কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, স্কুল-কলেজে সেমিনার আয়োজন ও মেধাবীদের সংবর্ধনা প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি খোকন মাহমুদ বলেন, আমরা আগামী এক বছরে ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। পাশাপাশি কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, ইসলামিক কুইজ, বৃক্ষরোপণ কর্মসূচি, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, স্কুল-কলেজভিত্তিক সেমিনার এবং শরীয়তপুর ও চাঁদপুর জেলায় মেধাবী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান করবো।
অর্থসংবাদ/কাফি