ক্যাটাগরি: সারাদেশ

আলোর দিশা ব্লাড ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আলোর দিশা ব্লাড ফাউন্ডেশনের কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এইড ফোর্সস সংগঠনের আয়োজনে সখিপুরের চরকুমারিয়ায় খানবাড়ী মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে টেকনিশিয়ান হিসেবে দায়িত্বে ছিলেন দিশা ব্লাড ফাউন্ডেশনের মাহমুদ হাসান তুহিন, হামিদা আঞ্জুম, শান্তনা, আরিফ। এছাড়া এইড ফোর্সস সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রাকিব বেপারী, শাওন, আসিফসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনটি স্বেচ্ছাসেবী রক্তদানের মাধ্যমে অসহায় রোগীদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শরীয়তপুর জেলার সখিপুর থানায় আলোর দিশা ব্লাড ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা নিরব মাহমুদ নবির, প্রতিষ্ঠাতা সমন্বয়ক মতিউর রহমান হাওলাদার। বর্তমানে সংগঠনের সভাপতি আবুল হাসান ও সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম দায়িত্ব পালন করছেন। বর্তমানে সংগঠনের ৩২ জন সদস্য রয়েছে এবং তারা এখন পর্যন্ত ৩০৬ ব্যাগ রক্ত ডোনেট করেছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার