ক্যাটাগরি: রাজনীতি

দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে: ড. হেলাল উদ্দিন

স্বাধীন দেশে বাকশাল, সামরিক শাসন আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, স্বাধীন দেশে বিগত ৫৪ বছরে দেখা গেছে কখনো বাকশাল, কখনো সামরিক শাসন আবার কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এই কারণেই ছাত্র-জনতা ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত পথচারীদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জনগণ রিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পুনবার্সন মেনে নিবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা যেই ৩টি সংসদ নির্বাচন করেছে সেই নির্বাচনের সময় ভারত যেই ভূমিকা রেখেছে আগামীতেও ভারত সেই ভূমিকা রাখবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীন বিষয়। তাই ভারত নাক গলালে এদেশের জনগণ সেটি সহ্য করবে না।

রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে ৩ শতাধিক পথচারীর মাঝে রান্না করা খাবার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা থানার সাবেক আমীর মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানার সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মতিঝিল পূর্ব থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী খলিলুর রহমানের পরিচালনায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও মতিঝিল পূর্ব থানার রুকন সদস্যদের আয়াত-হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ী ১০জনকে পুরস্কার বিতরণ করেন জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্যবৃন্দ ও সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার