ক্যাটাগরি: জাতীয়

বান্দরবান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) মিরপুর মডেল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বান্দরবান পার্বত্য জেলা মিডিয়া ফোকাল পয়েন্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত লক্ষীপদ দাশ বান্দরবান পৌরসভার ৪ নং ওয়ার্ডের উপেন্দ্র লাল দাসের ছেলে। তিনি বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতারের পর তাকে আজ বুধবার বান্দরবানে নিয়ে আসা হয়।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর আক্রমণ, মারধর, হত্যাচেষ্টাসহ ককটেল বিষ্ফোরণের মাধ্যমে এলাকায় নাশকতার সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ৫টি মামলা তদন্তাধীন রয়েছে। এসকল মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তাকে এসব গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে শুনানি শেষে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত হতে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার